ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন, নিহত বেড়ে ২৬


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, ধসে পড়ল ভবন, নিহত বেড়ে ২৬

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জনজীবন। ৬.৯ মাত্রার শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ধসে পড়েছে বহু ভবন, নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ চাপা পড়ে আছে, তাদের উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা  জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল সেবুর উত্তর প্রান্তে বোগো শহরের কাছাকাছি উপকূলে। ভয়াবহ এই ভূমিকম্পের পর টানা চারটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

ভূমিকম্পে শত বছরের পুরনো একটি গির্জা সহ একাধিক ভবন মুহূর্তেই ধসে পড়ে। সেবুর একটি সেতু প্রচণ্ডভাবে কেঁপে ওঠায় মোটরসাইকেল চালকেরা তড়িঘড়ি করে গাড়ি থামিয়ে রেলিং আঁকড়ে ধরেন। বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যায় বহু এলাকা।

হাসপাতালও ক্ষতিগ্রস্ত, জরুরি সাহায্যের আহ্বান
সেবুর গভর্নর পামেলা বারিকুয়াত্রো জানান, ভূমিকম্পে বেশ কিছু বাড়ি ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে পাঠানো হয়েছে জরুরি মেডিকেল টিম। তিনি জরুরি সাহায্যের আবেদন জানিয়ে বলেন, *“আমাদের ওষুধ, খাবার ও চিকিৎসক দলের জরুরি প্রয়োজন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান রেমিজিও শহর
অঞ্চলটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো সান রেমিজিও। এখানে একটি স্পোর্টস কমপ্লেক্স ধসে পড়লে সাত জন নিহত হন, যাদের মধ্যে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যও রয়েছেন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বোগো সিটিতে অন্তত ১৩ জন, মেডেলিনে একজন এবং টাবুয়েলানে আরও একজন নিহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

ফিলিপাইনের ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হিসেবে চিহ্নিত হচ্ছে। উদ্ধার কাজ দ্রুত এগিয়ে গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।