ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

হরমনপ্রীতের ভারতীয় মেয়েদের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু, রেকর্ড দর্শকের সামনে শ্রীলঙ্কাকে হারালেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

হরমনপ্রীতের ভারতীয় মেয়েদের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু, রেকর্ড দর্শকের সামনে শ্রীলঙ্কাকে হারালেন

নারী ওয়ানডে বিশ্বকাপের জমকালো সূচনা হলো ভারতের মাঠে। গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে রঙিন জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল হরমনপ্রীত কৌরের দল।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। ১২০ রানে মাত্র দুই উইকেট হারানো দল হঠাৎই চাপে পড়ে যায় ইনোকা রানাভিরার স্পিন ঝড়ে। মাত্র ১১ বলে চার উইকেট হারিয়ে ১২৪ রানে নেমে আসে স্বাগতিকদের সংগ্রহ। তবে সেখানেই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। তাদের দায়িত্বশীল ১০৩ রানের জুটি ভারতকে টেনে তোলে বিপদ থেকে। অমনজোত খেলেন ৫৭ রানের দারুণ ইনিংস, আর দীপ্তির ব্যাট থেকে আসে ৫৩ রান। শেষদিকে স্নেহ রানার মাত্র ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ভারত দাঁড় করায় ৪৭ ওভারে ২৬৯ রানের লড়াকু সংগ্রহ।

বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৭১ রান। রান তাড়া করতে নেমে চামারি আতাপাত্তুর নেতৃত্বে শুরুটা ছিল শক্তিশালী। একসময় ৮২ রানে মাত্র একটি উইকেট হারিয়ে এগোচ্ছিল লঙ্কানরা। তবে আতাপাত্তু (৪৩) আউট হওয়ার পরই ধসে পড়ে তাদের ইনিংস। একপর্যায়ে ১৪০ রানে ছয় উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি অতিথিরা। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে ২১১ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও আলো ছড়ান দীপ্তি শর্মা। হাফসেঞ্চুরির পর তুলে নেন তিনটি উইকেট। স্নেহ রানা ও শ্রী চরাণি মিলে নেন আরও দুটি করে উইকেট।

ম্যাচটি ছিল সত্যিকারের উৎসবমুখর। গ্যালারি ভরা ছিল ২২ হাজারেরও বেশি দর্শকে। ২২,৮৪৩ দর্শকের উপস্থিতি নারী বিশ্বকাপের গ্রুপপর্বে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। ক্রিকেট, দর্শক আর আবেগ মিলিয়ে উদ্বোধনী ম্যাচটি হয়ে ওঠে স্মরণীয়।