ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

বিশ্ব তারকা খেলোয়াড়রা এবার খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফার কাছে চিঠি পাঠালেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

বিশ্ব তারকা খেলোয়াড়রা এবার খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফার কাছে চিঠি পাঠালেন

আন্তর্জাতিক খেলাধুলার নামী খেলোয়াড়রা এবার ইসরায়েলকে সব ধরনের ফুটবল ও খেলাধুলা থেকে নিষিদ্ধ করতে সরব** হয়েছেন। ৫০ জন সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংস গণহত্যার কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল এবং ক্লাব পর্যায়ের প্রতিযোগিতা থেকে বর্জন করা উচিত।

চিঠিতে থাকা খেলোয়াড়দের মধ্যে আছেন ইংলিশ ক্রিকেটার **মঈন আলী ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, ফরাসি মিডফিল্ডার পল পগবা সহ আরও অনেক সাবেক ও বর্তমান তারকা।

এর আগে গত শুক্রবার  তুর্কির ফুটবল ফেডারেশন সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে **ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ফিফা, উয়েফা এবং অন্যান্য দেশের ফুটবল সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল।

এ ঘটনায় আন্তর্জাতিক খেলাধুলার জগতেই একটি নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ফিলিস্তিনের প্রতি সহানুভূতির সঙ্গে যুক্ত হয়ে বিশ্বজুড়ে খেলোয়াড়রা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন।