ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচনে তামিম ইকবালসহ বড় প্রার্থীরা সরে দাঁড়ালেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচনে তামিম ইকবালসহ বড় প্রার্থীরা সরে দাঁড়ালেন

শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিসিবি নির্বাচনের সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হলো। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বিসিবিতে উপস্থিত হন তামিম। ১ অক্টোবর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনে কারো বিসিবিতে উপস্থিতি মানেই সাধারণত তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ইঙ্গিত।

তামিম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এর আগে থেকে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার বিষয়ে। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপ’ ও অনিয়মের অভিযোগে অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরও নির্বাচনে অংশগ্রহণ বয়কট করার খবর পাওয়া যাচ্ছিল।

গতকাল বিকেলে হাইকোর্ট তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধির চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত করার আদেশ দেয়। এর ফলে নির্বাচনে বয়কটের গুঞ্জন আরও জোরদার হয়।

এরপর আজ সকালে তামিমের সঙ্গে সঙ্গে আলোচিত প্রার্থীরা সরে দাঁড়ান। এ তালিকায় আছেন **সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু**। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে চলা এই অচলাবস্থা আরও চাপ সৃষ্টি করেছে ক্রিকেট মহলে।