ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে হুথি আন্দোলন ১৩ মার্কিন কোম্পানি ও জাহাজে নিষেধাজ্ঞা জারি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে হুথি আন্দোলন ১৩ মার্কিন কোম্পানি ও জাহাজে নিষেধাজ্ঞা জারি


যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানি, ৯ জন ব্যক্তি এবং দুটি জাহাজে **নিষেধাজ্ঞা জারি** করেছে ইয়েমেনের হুথি আন্দোলন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় হুথি-নিয়ন্ত্রিত **হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার** এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র নিজেই হুথি আন্দোলনের ওপর কঠোর **নিষেধাজ্ঞা** আরোপ করে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ওই নিষেধাজ্ঞার আওতায় ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থ সংগ্রহ, চোরাচালান এবং হামলায় জড়িত থাকার।

গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে একটি অস্থায়ী **যুদ্ধবিরতির চুক্তি** হয়। তবে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি “ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ”।

হুথি আন্দোলন দাবি করছে,লোহিত সাগরে তাদের হামলা ইসরায়েল-সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে চালানো হচ্ছে**। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথিরা বলছে, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ করার দাবিতে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।