ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

কয়েক ঘণ্টা ভয় দেখিয়ে এবার আটক শুরু! গাজাগামী ফ্লোটিলা অভিযানে হামলার অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

কয়েক ঘণ্টা ভয় দেখিয়ে এবার আটক শুরু! গাজাগামী ফ্লোটিলা অভিযানে হামলার অভিযোগ

গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক সাহায্য বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল। কয়েক ঘণ্টা ভয়-ভীতি প্রদর্শনের পর বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বাহিনী এ অভিযান চালায়। এ সময় একটি জাহাজে হামলার খবরও পাওয়া গেছে। খবর দিয়েছে আল জাজিরা।

ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেল থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “আমাদের জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে।” সেখানে আরও বলা হয়, ক্যামেরা অফলাইনে চলে গেছে এবং ইসরায়েলি সামরিক সদস্যরা জাহাজে উঠে পড়েছে। আয়োজকরা জানিয়েছেন, তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছেন।

এর আগে বুধবার (১ অক্টোবর) এক পৃথক বিবৃতিতে ফ্লোটিলা জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডের কাছে পৌঁছানোর সময় ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো তাদের ঘিরে ফেলে। তখন তারা “বিপজ্জনক ও ভীতি প্রদর্শনমূলক কৌশল” ব্যবহার করে।

আয়োজকদের অভিযোগ, দ্রুতগতিতে দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার দুটি জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। ওই সময় পুরো নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়।

ফ্লোটিলার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, “এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডে ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকরা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন।”

প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাত্রা করে। এতে আছেন বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, আইনজীবী, চিকিৎসক, সাংসদ ও সুপরিচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ প্রায় ৫০০ মানুষ।