ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আইএল টি-টোয়েন্টি দলে, ফ্র্যাঞ্চাইজি দামের বৈচিত্র্যে চমক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আইএল টি-টোয়েন্টি দলে, ফ্র্যাঞ্চাইজি দামের বৈচিত্র্যে চমক

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে দলে খেলা নিশ্চিত করেছেন।

বেস প্রাইস হিসেবে সাকিবকে ৪০ হাজার ডলারে কিনেছে এমআই এমিরেটস। আর তাসকিনকে ৮০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

প্রথমবারের নিলামে সাকিব ও তাসকিন দুজনই অবিক্রীত ছিলেন। পরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে নিলাম পুনরায় শুরু হলে সাকিবকে দলে নেয় মুকেশ আম্বানির এমআই এমিরেটস। ফলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য আইএল টি-টোয়েন্টি লিগে প্রথম খেলার সুযোগ তৈরি হলো।

অপরদিকে, তাসকিনকে দ্বিগুণ মূল্যে শারজাহ ওয়ারিয়র্স দলে ভিড়িয়েছে। লঙ্কান প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন এই টাইগার পেসার।

এর আগে, নিলামে না গিয়েই মোস্তাফিজুর রহমান দল পেয়ে গিয়েছিলেন। তাকে আগেই সাইন করেছে দুবাই ক্যাপিটালস।

নিলামে অবিক্রীত ছিলেন আইপিএল থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। ১ লাখ ২০ হাজার ডলারের এই অলরাউন্ডারকে কোন ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যায়নি।

এই নিলাম প্রক্রিয়া আইএল টি-টোয়েন্টিকে আরও আকর্ষণীয় করেছে, যেখানে আন্তর্জাতিক তারকারা দলে খেলার সুযোগ পাচ্ছেন, আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কৌশলও ফুটে উঠছে।