এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
নারী বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই দেশ ছাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
প্রস্তুতি ম্যাচে কিছু আক্ষেপ থাকা সত্ত্বেও, নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল আশা দেখাচ্ছে পাকিস্তানের বিপক্ষে। মুখোমুখি শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে মাঠে নামার আগে দু’সংবাদ যোগ হয়েছে টাইগ্রেস শিবিরে।
বাংলাদেশ দলের কোচ সারোয়ার ইমরান মাইনর ব্রেন স্ট্রোক করেছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।
এদিকে, শ্রীলঙ্কার মাটিতে এই ম্যাচ বাংলাদেশের জন্য আসরের শেষ। পরবর্তী ৬ ম্যাচ তারা ভারতের তিনটি ভিন্ন ভেন্যুতে খেলবে।