ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপে আজ কলম্বোতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, জ্যোতিরা জয় নিয়ে প্রস্তুত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

নারী বিশ্বকাপে আজ কলম্বোতে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, জ্যোতিরা জয় নিয়ে প্রস্তুত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে কোট-কাচারি, মনোনয়ন উত্তোলন, জমা, বৈধতা ও প্রত্যাহার নিয়ে এখন ক্রিকেটের দিন-যাপন। বোর্ড সভাপতি কে হবেন, এই নিয়ে তর্ক-বিতর্কে ক্রিকেট প্রায় ব্যস্ত। এ অবস্থায় নারী ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা যেন পিছিয়ে পড়েছে।

তবে আজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের মিশন শুরু হচ্ছে। কলম্বোতে বিকেল সাড়ে ৩টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে।

বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। তিন বছর আগে প্রথম আসরে গ্রুপ পর্বে একটি জয় কেবল তুলেছিল বাংলাদেশ, সেটা ছিল পাকিস্তানের বিপক্ষে। তাই এবারও প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে হওয়ায় অধিনায়ক জ্যোতি সুলতানা খুশি।

জ্যোতি বলেন, “পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো, কারণ আমরা দীর্ঘদিন ধরে একসাথে খেলছি এবং একে অপরকে চিনি। কোয়ালিফায়ার এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলেছি, তাই এটি ভালো প্রতিযোগিতা হবে।”

অধিনায়কের চোখে উদ্বোধনী ম্যাচের গুরুত্ব অনেক বড়, “এটি একটি নতুন দিন। প্রথম ম্যাচ আমাদের পুরো টুর্নামেন্টের জন্য আত্মবিশ্বাস তৈরি করবে।”

গত আসরের সুখস্মৃতি এবং প্রস্তুতি ক্যাম্পের পরিপ্রেক্ষিতে জয় দিয়ে শুরু করতে চায় জ্যোতিরা। গত ৫ মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও, কঠোর প্রস্তুতি চলেছে। জ্যোতি জানান, “আমরা মানসিক ও শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেছি। বিশ্বাসই আমাদের মূল শক্তি।”

ব্যাটিং নিয়ে জ্যোতির চিন্তাও স্পষ্ট, “অনেক দিন ধরে ব্যাটিং আমাদের প্রধান সমস্যা ছিল। এবার আমরা ব্যাটিং ইউনিট হিসেবে খুব বেশি পরিশ্রম করেছি। আমাদের লক্ষ্য স্কোরবোর্ডে রান রাখা এবং ম্যাচ জেতা।”

আজকের ম্যাচ বাংলাদেশের জন্য নতুন দিনের শুরু, এবং জ্যোতির দল জয়ের লক্ষ্যে পুরো আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।