এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নিলামে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ দল পেয়েছেন। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতার চতুর্থ আসর। এক সময়ে বাংলাদেশেও বিপিএল হওয়ার সম্ভাবনা থাকলেও, সাকিবের অংশগ্রহণে কোনো সমস্যা নেই। তবে মোস্তাফিজ ও তাসকিন খেলার সুযোগ পাবেন কিনা তা এখনো দেখার বিষয়।
গত বছর আইপিএলের শেষ দিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার তাকে দুবাই ক্যাপিটালস সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে।
নিলামে প্রথম ডাকে সাকিব ও তাসকিন দল পাননি। পরে অবিক্রীত খেলোয়াড়দের জন্য পুনরায় নিলাম ডাকা হলে, সাকিবকে এমআই এমিরেটস এবং তাসকিনকে শারজা ওয়ারিয়র্স কিনে নেয়।
মূল্য হিসেবে সাকিব ৪০ হাজার ডলারে দল পেয়েছেন, আর তাসকিন ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরু হলেও এবারই প্রথম আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হলো। এ বছর বাংলাদেশি এই ত্রয়ী চতুর্থ আসরের মাঠে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন।