ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

লিটনের চোটে জাকের নেতৃত্বে আজ বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি লড়াই


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

লিটনের চোটে জাকের নেতৃত্বে আজ বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি লড়াই

গন্তব্য ভুলে নয়, ভাগ্য ফেরালো বাংলাদেশকে। যদি না হতো, গতকাল বিকেলে শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাশিদ খানের সঙ্গে ফটোসেশন করতে পারতেন লিটন দাস।

তাঁর জায়গায় ছিলেন জাকের আলী। ফর্ম হারানো এই ক্রিকেটার এখন প্রবল চাপে। তার নেতৃত্বেই আজ থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপের পরপরই আফগানিস্তান সিরিজ। তাই ক্রিকেটাররা দুই দিন দুবাইতে নিজেদের খরচে অনুশীলন করেছে আফগানিস্তানের আতিথ্য নেওয়ার আগে।

লিটনের চোটে অনাকাঙ্ক্ষিতভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও আফগান সিরিজে তিনি সম্পূর্ণ দায়িত্বে। এই সিরিজ নিয়ে আশাবাদী জাকের,
“আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, হতাশা হয়েছিল। তবে এই সিরিজ খেলতে মানসিকভাবে ভালো অবস্থায় আছি।”

অধিনায়ক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বলেন,
“যেহেতু দায়িত্ব এসেছে, পালন করতে হবে। টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করব।”

আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বমানের। রশিদ খান, নুর আহমেদ ও মোহাম্মদ গজনফরকে সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। এশিয়া কাপে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। কেবল সাইফ হাসানই আলো ছড়িয়েছেন।

জাকের বলেছেন,
“মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। গত সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার মূল পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি ভুগেছি ব্যাটিংয়ে, তাই সেটাকেই প্রাধান্য দিচ্ছি।**

“সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাই যে এই সিরিজেও সে বড় রান করতে পারে। তার সঙ্গে অন্য ব্যাটাররাও ভালো করতে পারলে সিরিজ আমাদের জন্য খুব ভালো হবে।”