এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম
শারদীয় দুর্গাপূজা—হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঢাকের তালে, উলুধ্বনির সুরে আর আলো ঝলমলে সাজে প্রতিটি পূজামণ্ডপ এখন উৎসবমুখর। এই আনন্দ ভাগ করে নিচ্ছেন শোবিজ দুনিয়ার তারকারাও।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম পূজামণ্ডপে ঘুরে বেড়িয়ে সেই উৎসবের রঙে মেতে উঠেছেন। পূজার কেনাকাটা প্রসঙ্গে তিনি হাসিমুখে বললেন,
“পূজার জন্য একটি শাড়ি কিনেছিলাম। আরও কিছু শাড়ি পছন্দ করেছিলামও। তবে শেষে অনেক শাড়ি উপহার হিসেবে পেয়েছি। প্রতিবছরই এমন হয়—আমি কিনতে চাইলে তার আগেই সবাই আমাকে শাড়ি উপহার দেন। আর মজার ব্যাপার হলো, সবগুলোই আমার পছন্দের রঙের হয়। এটা আমার জন্য একরকম বিশেষ সারপ্রাইজ।”
পূজার সময়টা বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে এই নায়িকার। সে বিষয়ে মিম জানালেন,
“পরিবারের সঙ্গে সময় কাটাতে রাজশাহী এসেছি। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। তবে বেশি সময় থাকা হয় না। আজই আবার ঢাকায় ফিরতে হবে, তারপর যেতে হবে কুমিল্লায়। দুর্গাপূজার শেষ দিকটা সবসময় ছুটোছুটির মধ্যেই কেটে যায়। মণ্ডপে ঘোরা, পরিবেশ উপভোগ করা—সবকিছুই দারুণ লাগে।”
শৈশবের পূজার স্মৃতি নিয়ে মিম শেয়ার করলেন মজার একটি ঘটনা,
“প্রণামি পাওয়া ছিল আমাদের জন্য সালামির মতো। আমি সবার কাছে গিয়ে প্রণামি চাইতাম। কেউ কম দিলে নিতাম না! আবার অনেকে অনেক দিতেন, সেগুলো জমাতাম। এখন অবশ্য শৈশবের মতো আবদার করি না। বড়রা এমনিতেই প্রণামি দেন। বরং এখন আমাকেই বেশি দিতে হয়।”
শাড়িতে সাজগোজ আর প্রিয় খাবারের প্রতি টান নিয়েও বললেন মিম,
“পূজা মানেই নতুন সাজপোশাক আর প্রিয় খাবারের আয়োজন। এই সময়টা বেশি পছন্দের খাবার রান্না হয়। সাজগোজ আর খাবারের আনন্দ মিলিয়েই পূজা আমার কাছে ভীষণ স্পেশাল।”
ভক্তদের জন্য এবার পূজাতেও ছুটোছুটি করে আনন্দ ছড়িয়ে দিলেন মিম।