ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
Logo
logo

গুজরাটে সেনা কর্মসূচিতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, স্যার ক্রিক নিয়ে দিলেন যুদ্ধের ইঙ্গিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

গুজরাটে সেনা কর্মসূচিতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি, স্যার ক্রিক নিয়ে দিলেন যুদ্ধের ইঙ্গিত

পাকিস্তানকে ঘিরে উত্তপ্ত হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (২ অক্টোবর) গুজরাটে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মসূচিতে তিনি স্পষ্ট জানিয়ে দেন—স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনো ধরনের আগ্রাসন হলে জবাব এতটাই ভয়ঙ্কর হবে যে, ইতিহাস ও ভূগোল দুটোই বদলে যাবে।

রাজনাথ সিং বলেন, “স্যার ক্রিক এলাকায় পাকিস্তানের আগ্রাসনের জবাব এমনভাবে দেওয়া হবে, যার অভিঘাত ইতিহাস ও ভূগোল বদলে দেবে।”

এসময় তিনি ১৯৬৫ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, “তখন ভারতীয় সেনারা লাহোরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল। এখন ২০২৫ সালে পাকিস্তানকে মনে রাখতে হবে—করাচি যাওয়ার রাস্তা স্যার ক্রিক দিয়েই।”

প্রতিরক্ষামন্ত্রী আরও অভিযোগ করেন, স্বাধীনতার ৭৮ বছর পরেও স্যার ক্রিকের সীমান্ত বিরোধ মেটেনি। ভারত বহুবার আলোচনা করতে চাইলেও পাকিস্তান ইচ্ছাকৃতভাবে সমস্যার সমাধান এড়িয়েছে। তার ভাষায়, “স্যার ক্রিক সংলগ্ন এলাকায় পাকিস্তান সামরিক অবকাঠামো বাড়াচ্ছে। এতে তাদের উদ্দেশ্য স্পষ্ট।”

স্যার ক্রিক আসলে কী?

সিন্ধু নদের ব-দ্বীপে প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ জলাভূমি ও খাঁড়িবেষ্টিত অঞ্চল হলো স্যার ক্রিক। বহু বছর ধরে এ অঞ্চলের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র বিরোধ চলছে। কচ্ছের রণের পশ্চিম প্রান্তে অবস্থিত এই এলাকা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে ভারতের গুজরাট থেকে আলাদা করেছে।

এ অঞ্চলে টহল দেয় বিএসএফের বিশেষ বাহিনী ‘ক্রিক ক্রোকোডাইল’। সম্প্রতি সেখানে পাকিস্তানি সেনাদের উপস্থিতি বাড়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন স্যার ক্রিককে ঘিরে দুই দেশের মধ্যে সেনা মোতায়েন ও নজরদারি বাড়ছে। এখন দেখার বিষয়, এই বিবৃতি ভারত-পাকিস্তান সম্পর্ককে কতটা নাড়িয়ে দেয়।