এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করেছে ইসরায়েল। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ত্রাণ বহনকারী প্রতীকী দুই ডজন জাহাজের মধ্যে মাত্র একটি ছাড়া বাকি সবগুলো আটক করা হয়েছে। আটক কর্মীদের সংখ্যা কয়েক ডজন বলে নিশ্চিত করেছে তেলআবিব।
বার্সেলোনায় বিক্ষোভ, রাতভর প্রতিবাদের ঘোষণা
স্পেনের বার্সেলোনা শহরে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। আয়োজকরা জানিয়েছেন, শত শত কর্মীকে আটক এবং জাহাজগুলো আটকানোর প্রতিবাদে এই আন্দোলন রাতভর চলবে।
গাজার ভয়াবহ মানবিক সংকট
গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ইতোমধ্যেই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলে খাবারের তীব্র সংকট তৈরি হয়েছে, যার ফলে কমপক্ষে ৪৪০ জন অনাহারে প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে রয়েছে ১৪৭ জন শিশু।
“আন্তর্জাতিক জলদস্যুতা করেছে ইসরায়েল”
ফিলিস্তিনি মানবাধিকার আইনজীবী ডায়ানা বাট্টু বলেছেন, আন্তর্জাতিক সমুদ্রসীমায় অন্য দেশের পতাকাবাহী জাহাজে ইসরায়েলের প্রবেশ ও জাহাজ আটকানোর পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরও বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় গিয়ে জাহাজে উঠে লোকজনকে অপহরণ করছে, তারপর জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাচ্ছে—যেখানে তাদের যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না। এরপর আবার তাদের বিরুদ্ধে অবৈধভাবে ইসরায়েলে প্রবেশের অভিযোগ আনা হচ্ছে এবং নির্বাসিত করা হচ্ছে।”
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং বৈশ্বিক আইনি কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে।