এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
বাংলাদেশ ক্রিকেটে নতুন করে এক পুরনো প্রশ্ন আবারও আলোচনায়—প্রতিপক্ষ খারাপ না খেললে টাইগাররা জেতে কিভাবে? শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যে ম্যাচটা সহজেই জেতা উচিত ছিল, সেটাই শেষ মুহূর্তে রোমাঞ্চকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত অবশ্য নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের দৃঢ়তায় ৪ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ১৫১ রান। বাংলাদেশের স্পিনাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ১০৯ রানের উদ্বোধনী জুটি গড়ে সহজ জয়ের পথ তৈরি করে দেন। তবে এখানেই শুরু হয় নাটক। আফগান স্পিনারদের ঘূর্ণিতে হঠাৎ করেই ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট!
১১৮ রান থেকে স্কোরবোর্ড যখন ৬ উইকেটে বিপদে, তখনই দৃঢ় হাতে ইনিংস সামলান সোহান ও রিশাদ। তাদের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি দলকে টেনে নিয়ে যায় জয় পর্যন্ত। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে—সহজ ম্যাচকে অযথা কঠিন করে তোলা টাইগারদের পুরনো রোগ কবে যাবে?