ঢাকা, শনিবার, অক্টোবর ৪, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

ট্রাম্পের চাপেই থামল গাজা শহর দখলের অভিযান, বড় সিদ্ধান্ত নিল ইসরায়েল সরকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ট্রাম্পের চাপেই থামল গাজা শহর দখলের অভিযান, বড় সিদ্ধান্ত নিল ইসরায়েল সরকার

গাজা যুদ্ধ থামাতে ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েল বড় পদক্ষেপ নিয়েছে। দেশটির সরকার সেনাবাহিনীকে গাজা শহর দখলের অভিযান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিও এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান নিউজ জানিয়েছে, সরকারের নির্দেশনায় গাজায় সামরিক অভিযান এখন ‘ন্যূনতম’ পর্যায়ে সীমিত করা হয়েছে। এর মানে, স্থলভাগে সেনারা কেবলমাত্র প্রতিরক্ষামূলক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে।

সূত্র জানাচ্ছে, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের রাতভর আলোচনার পরই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। মূল উদ্দেশ্য হলো—গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের পরিবেশ তৈরি করা।

আর্মি রেডিও আরও জানায়, গাজা শহর দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতির উদ্যোগ এবং আলোচনার ক্ষেত্র আরও মজবুত করার চেষ্টা করছে ইসরায়েল।

অন্যদিকে, কান নিউজ জানায়, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এই আলোচনায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পাশাপাশি গাজার ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই আলোচনার দিকে। অনেকেই মনে করছেন, এই পদক্ষেপ গাজায় দীর্ঘ প্রতীক্ষিত শান্তির পথে নতুন অধ্যায় রচনা করতে পারে।