এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অর্থাৎ আজ থেকে ঠিক ১৩৯ দিন পরই শুরু হতে যাচ্ছে রোজার মাস।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এক বিবৃতিতে জানান, রমজানের নতুন চাঁদ প্রথম দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে (স্থানীয় সময়)। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে, ফলে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কমিটির পর্যবেক্ষণের ওপর নির্ভর করে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আবুধাবিতে রমজানের প্রথম দিনে রোজার সময় হবে ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষে তা বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একইভাবে দিনের দৈর্ঘ্য শুরুতে থাকবে ১১ ঘণ্টা ৩২ মিনিট, যা ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষ দিকে পৌঁছাবে ১২ ঘণ্টা ১২ মিনিটে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা উত্তর গোলার্ধের শীতকালীন প্রভাবকে নির্দেশ করবে। তবে মাসের শেষের দিকে তা বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। তখন আবহাওয়া হবে অনেকটা বসন্তের মতো, সাথে বইবে পশ্চিমা বাতাস।
ইব্রাহিম আল জারওয়ান আরও জানিয়েছেন, পুরো রমজান জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ হতে পারে ১৫ মিলিমিটারের বেশি, যা এই মৌসুমে আমিরাতের স্বাভাবিক গড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ।
সব মিলিয়ে বলা যায়, রমজানের সম্ভাব্য তারিখ সামনে এলেও, চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত ঘোষণা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।