ঢাকা, শনিবার, অক্টোবর ৪, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

বেহাল দশা ওয়েস্ট ইন্ডিজের, তিন শতকে বিশাল লিড ভারতের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

বেহাল দশা ওয়েস্ট ইন্ডিজের, তিন শতকে বিশাল লিড ভারতের

লোকেশ রাহুল আগের দিনই ভারতের জন্য বড় লিডের মঞ্চ তৈরি করেছিলেন। দ্বিতীয় দিনে এই ওপেনারের সেঞ্চুরির সঙ্গে তিন অঙ্কের দেখা পেয়েছেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। তিনটি শতকের ভরসায় দিনের খেলা শেষে ভারত ২৮৬ রানে এগিয়ে আছে, হাতে এখনও আছে ৫ উইকেট।

শুক্রবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছিল ক্যারিবিয়ানরা।

২ উইকেটে ১২১ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর রাহুল ও শুভমান গিল স্বচ্ছন্দে রান তুলতে থাকেন। তবে ক্যারিয়ারের অষ্টম ফিফটি স্পর্শের পর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক গিল (৫০)।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে রাহুল তুলে নেন ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি। ডানহাতি এই ব্যাটার ইনিংস শুরু করতে নেমে ১০টি সেঞ্চুরি করেছেন। এ সঙ্গে ভারতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরির দিক দিয়ে রোহিত শর্মা ও গৌতম গম্ভীরকে ছাড়িয়ে যান তিনি।

বিরতির পর প্রথম ওভারেই জোমেল ওয়ারিক্যানের শিকার হয়ে ফেরেন রাহুল, ১৯৭ বলে ১০০ রান করে।

পঞ্চম উইকেটে জুরেল ও জাদেজার ব্যাটে ভারত বড় লিডের পথে এগোতে থাকে। রিশাভ পান্তের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া জুরেল বিরতির পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২৫ রান করা এই উইকেটকিপার-ব্যাটারের বিদায়ে থামে ২০৬ রানের জুটি।

জুরেলের বিদায়ের পর তিন অঙ্ক স্পর্শ করেন জাদেজা। বাঁহাতি এই ব্যাটার ১০৪ রান করে এবং ওয়াশিংটন সুন্দর ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।