ঢাকা, শনিবার, অক্টোবর ৪, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপে ৬৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, ১০ উইকেটে জয় ইংল্যান্ডের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

নারী বিশ্বকাপে ৬৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, ১০ উইকেটে জয় ইংল্যান্ডের

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে সহজ জয় অর্জন করল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে উড়িয়ে দিলেন ন্যাট শিভার ব্রান্টেরা। প্রথমে ২০.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪.১ ওভারে ৭৩ রান তুলে জয় ছিনিয়ে নেন ইংল্যান্ডের ওপেনাররা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক। গুয়াহাটির ২২ গজে প্রথমে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সুবিধা কাজে লাগাতে পারেননি। ইংল্যান্ডের ধারাবাহিক বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করেন তারা। ছ’নম্বরে ব্যাট করতে নামা সিনালো জাফটা ছাড়া কেউ দু’অঙ্কের রানও করতে পারেননি।

জাফটা করেছেন ২২ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মাত্র ৮। ইংল্যান্ডের বোলাররা ভাগাভাগি করে নিয়েছেন প্রতিপক্ষের উইকেট। সফলতম বোলার লিনসে স্মিথ মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ৫ রানে ২ উইকেট নিয়েছেন ব্রান্ট।

চার্লি ডিন ১৪ রানে ২ উইকেট নেন। সোফি একলেস্টোন ১৯ রানে ২ উইকেট নিয়েছেন। অন্যদিকে ব্যর্থ হয়েছেন লরেন বেল; ৪ ওভারে ২৪ রান খরচ করে মাত্র ১ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য মাত্র ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনও সমস্যা হয়নি ইংল্যান্ডের দুই ওপেনারের। ট্যামি বিউমন্ট ও অ্যামি জোন্স সহজে রান তোলেন।

বিউমন্ট ৩৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন, ৩টি চার মারে। জোন্স অপরাজিত থাকেন ৫০ বলে ৪০ রান, ৬টি চার মেরে। দক্ষিণ আফ্রিকার বোলারদের ১২ রান অতিরিক্ত দিয়ে ইংল্যান্ডের জয় আরও সহজ হয়ে যায়।