এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
সাকিব আল হাসানের সঙ্গে এক সময় কথার লড়াই হয়েছে বলে স্বীকার করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক মাধ্যমে উভয়েই সরাসরি নাম না তুলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। এবার মাশরাফি বিন মুর্তজা প্রসঙ্গেও মুখ খুলেছেন আসিফ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিফ বলেছেন, “মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের জন্য আইডল। শুধু রাজনৈতিক কারণে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে, সেটা ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য উদাহরণ হয়ে থাকবে। বর্তমান খেলোয়াড়দেরও এটা সতর্ক করবে।”
জুলাই আন্দোলনের অগ্রসেনানী আসিফ আরও যোগ করেছেন, “কোনো রানিং খেলোয়াড়ের অবশ্যই রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়। আগের ফ্যাসিবাদী সরকারের সময়ে ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’ বলতে কিছুই ছিল না। নীতিনির্ধারকরা জড়িত হতেন, খেলোয়াড়রাও রাজনীতিতে জড়িত হতেন; এ ধরনের বিষয় পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব নয়, শুধু বাংলাদেশেই হয়।”
এরপর আসিফ সাকিব প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “গেল বছর সাকিব আমাকে জানিয়েছিলেন, তাকে জোর করে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের হয়ে। এজন্য অনেকে চাইছিলেন তাকে ফিরিয়ে আনা হোক। তিনি চেষ্টা করেছিলেন, প্রক্রিয়াতেও গিয়েছিলেন। তবে পরে তা চলতে পারেনি। শেখ হাসিনাকে সরাসরি সমর্থন দেওয়ার মাধ্যমে যে ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটি নষ্ট হয়েছে। জনগণের মধ্যে তিনি ধিকৃত হয়েছেন। সার্বিক দিক থেকে মনে হয়েছে, সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত নয়।”
বর্তমানে সাকিবের বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা আছে। এই পরিস্থিতিতে তিনি দেশে আসতে পারবেন কি না, তা নিয়েও শঙ্কা রয়েছে। আসিফের মন্তব্য, “আপনি ফৌজদারি মামলার আসামী, আমার এখতিয়ার নেই বলতে যে আপনি খেলতে আসবেন বা যাবেন। এটা আমার দায়িত্বও নয়।”