ঢাকা, শনিবার, অক্টোবর ৪, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

দ্বিতীয়বারের মতো কলকাতায় আসছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

দ্বিতীয়বারের মতো কলকাতায় আসছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

নানা কল্পনা-জল্পনার পরে নিশ্চিত হলো, ডিসেম্বর মাসে তিন দিনের ভারত সফরে আসছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টাইন অধিনায়ক নিজেই সামাজিক মাধ্যমে ভারত সফরের তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক পোস্টে মেসি জানান, আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

কলকাতার সল্টলেকে মেসি সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজের সঙ্গে একই মঞ্চে থাকবেন। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে ওয়াখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খান, শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও উপস্থিত থাকবেন।

১৫ ডিসেম্বর মেসি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারত সফর শেষ করবেন।

এর আগে ২০১১ সালে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। সেই সফরে আর্জেন্টিনা জাতীয় দল ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতিম্যাচ খেলেছিল। এবারও মেসির আগমনে ভারতীয় ফুটবল-ক্রিকেট এবং বিনোদনপ্রেমীদের মধ্যে উত্তেজনা লক্ষ্যণীয়।