ঢাকা, শনিবার, অক্টোবর ৪, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক বিরতিতে দুইটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ও ১৩ অক্টোবর ভেনেজুয়েলা এবং পুয়ের্তো রিকোর বিরুদ্ধে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে রেখেছেন বেশ কিছু চমক।

দলে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। পাশাপাশি তিন নতুন খেলোয়াড়ও সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

প্রথমবারের জন্য দলে ডাক পেয়েছেন ফাকুন্দো ক্যামবেসেসে, আর্জেন্টিনার ক্লাব রেসিংয়ের গোলরক্ষক।

লাউতারো রিভেরো, রিভার প্লেটের ২১ বছর বয়সী ডিফেন্ডারও প্রথমবার আকাশি-সাদা জার্সি পরবেন।

নতুন সংযোজন হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যানিবাল মোরেনো, বর্তমানে পালমেইরাসের মিডফিল্ডার।

এছাড়া একবার দলে ডাক পাওয়া পালমেইরাসের ফরোয়ার্ড হোসে লোপেজ আবারও জাতীয় দলের জার্সি গায়ে উঠবেন।

ফিরে এসেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞার কারণে এনজো কিছু সময় জাতীয় দলের বাইরে ছিলেন। সেনেসি ২০২২ সালের জুনে বর্নমাউথের এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন, এবার আবার ফিরছেন।

আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেস, হেরোনিমো রুল্লি, ওয়ালটার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেসে

ডিফেন্ডার: গনসালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালর্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার: লেওন্দ্রো পারেদেস, অ্যানিবাল মোরেনো, রোদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ