এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ২০২৬ সালের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে মন্তব্য করেছিলেন। তবে ফিফার শীর্ষ পর্যায়ের বোর্ড এই মন্তব্যকে গুরুত্ব দেয়নি। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত বোর্ড সভায় বিষয়টি আলোচনা হয়েছে।
ফিফার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানি বলেন, “কোনো প্রেসিডেন্ট, সিনেটর বা কংগ্রেস সদস্য যা বলল, তার প্রতিটি মন্তব্যে আমি প্রতিক্রিয়া দিই না। আমার কাজ হলো আসল বাস্তবতার দিকে মনোযোগ দেওয়া। ২০২৬ বিশ্বকাপের ১৬টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আমরা প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কিক অফ টাইম নিয়েও আলোচনা চলছে। আমেরিকা ও কানাডার গ্রীষ্মকালে অনেক গরম থাকে, তাই সম্প্রচারের সুবিধা অনুযায়ী ম্যাচের সময় নির্ধারণ করা হতে পারে। সব সিদ্ধান্ত ফিফা নিজেই জানিয়ে দেবে।”
একই সময়ে ফিফা বিশ্ব ফুটবলের দায়িত্বে মানবিক বিষয়ক দিকেও নজর রেখেছে। গাজায় ইসরাইলের হামলায় প্রাণ হারানো ফুটবলার সুলেইমান আল ওবেদের বিষয়টি ফিফার নজরে এসেছে।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘আই’-তে তৃতীয় স্থানে থাকা ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও ফিফা বিষয়টি উয়েফার দায়িত্বে ছেড়ে দিয়েছে।
মন্টাগলিয়ানি আরও বলেন, “এটি উয়েফার বিষয়। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা সম্মান এবং মেনে নেব। এটি শুধু মিডিয়ার প্রথম পাতার খবর নয়, বরং উয়েফার দায়িত্বশীলতা ও পদক্ষেপের বিষয়।”