ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

১৪ বছর পর ভারতে ফিরছেন মেসি, সূচি দেখে ভক্তদের উত্তেজনায় টিকিটের হাহাকার!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম

১৪ বছর পর ভারতে ফিরছেন মেসি, সূচি দেখে ভক্তদের উত্তেজনায় টিকিটের হাহাকার!

নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ভারতে খেলতে আসছে। কেরালায় বিশ্বচ্যাম্পিয়নদের এই সফরের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই ১৩০ কোটি রুপি নিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন—ফুটবল জাদুকর লিওনেল মেসি কি ওই প্রীতি ম্যাচে খেলবেন? এখনো তা নিশ্চিত নয়।

তবে যা নিশ্চিত, এক মাস পরেই মেসি ব্যক্তিগত সফরে ভারতে যাচ্ছেন। নিজের ফেসবুক পেজে তিনি সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন। ভারতীয় ক্রীড়া এজেন্ট শতদ্রু দত্তের আমন্ত্রণে মেসি চারদিন ভারতের তিনটি বড় শহরে থাকবেন।

প্রকাশিত সূচি অনুযায়ী—

১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে

১৫ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

বিভিন্ন অনুষ্ঠান, ফুটবল ক্লিনিক, কনসার্ট, দাতব্য কার্যক্রমে অংশ নেবেন মেসি।

এর আগে ২০১১ সালে শেষবার আর্জেন্টিনা দল ভারতে খেলেছিল। সল্টলেকে ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে গোল করে দলকে ১-০ তে জয় এনে দিয়েছিলেন মেসি। ১৪ বছর পর আবারও ভারতীয় মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি।

মেসি লিখেছেন,

‘‘আমি সত্যিই রোমাঞ্চিত ভারতের মতো সুন্দর একটি দেশে আবার যেতে পেরে। কনসার্ট, ক্রিকেট ম্যাচ, ফুটবল ক্লিনিক আর দাতব্য কাজগুলো ভীষণ উপভোগ্য হবে।’’

সবচেয়ে বড় চমক আসছে ১৪ ডিসেম্বর। সেদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসি একসঙ্গে মাঠে নামবেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মাদের সঙ্গে এক প্রদর্শনী ক্রিকেট ম্যাচে।

কলকাতায় তিনি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া ও লিয়েন্ডার পেজের সঙ্গে। আর আহমেদাবাদে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন মেসি।

সবশেষে, ভারত সফর শেষ করার আগে মেসি সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।

ভারতজুড়ে এখন থেকেই শুরু হয়েছে মেসি–উন্মাদনা, টিকিট কাটার জন্য ভক্তদের হাহাকারও শুরু হয়ে গেছে।