ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ট্রেন স্টেশনে ৩০ জন আহত, জেলেনস্কি বললেন বর্বরতা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ট্রেন স্টেশনে ৩০ জন আহত, জেলেনস্কি বললেন বর্বরতা

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের শোস্তকা ট্রেন স্টেশনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হলো না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে সরাসরি “বর্বরতা” বলে অভিহিত করেছেন। তিনি এক ভিডিও বার্তায় জানান, রাশিয়া জানত যে তারা সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলো আগুনে জ্বলছে ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

জেলেনস্কি বলেন, “এখন পর্যন্ত আমরা অন্তত ৩০ জন আহতের খবর নিশ্চিত করতে পেরেছি।”

আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভ জানিয়েছেন, হামলাটি ঘটেছে যখন ট্রেনটি শোস্তকা থেকে রাজধানী কিয়েভের পথে ছিল।

রাশিয়ার হামলায় রেল নেটওয়ার্ক ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষ শুধু আহতই হচ্ছেন না, বরং পালানোর পথও সীমিত হয়ে পড়ছে। জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন, যেন এই হামলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।