ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ বিয়ে করছেন প্রেমিকা নয়নিকাকে, বাগদান অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ বিয়ে করছেন প্রেমিকা নয়নিকাকে, বাগদান অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত

ভারতীয় সিনেমার জনপ্রিয় প্রযোজক ও তেলেগু ইন্ডাস্ট্রির বিতরণ ব্যবসায়ী আল্লু অরবিন্দের দুই ছেলেই সিনেমা জগতে পরিচিত মুখ—আল্লু অর্জুন ও আল্লু সিরিশ। বড় ভাই আল্লু অর্জুন যেখানে একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়ে সুপারস্টারের আসনে বসেছেন, সেখানে ছোট ভাই সিরিশ এখনও সংগ্রাম করছেন নিজের জায়গা শক্ত করতে।

আল্লু অর্জুন অনেক আগেই স্নেহা রেড্ডির সঙ্গে সংসার শুরু করেছেন। এবার সেই পথেই হাঁটতে যাচ্ছেন ছোট ভাই আল্লু সিরিশ। দীর্ঘদিনের প্রেমিকা নয়নিকার সঙ্গে এবার আনুষ্ঠানিকভাবে বাগদান সারতে যাচ্ছেন তিনি।

শোনা যাচ্ছে, আগামী ৩১ অক্টোবর তাদের বাগদান অনুষ্ঠান হতে চলেছে। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন সিরিশ। তবে এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা—কে এই নয়নিকা?

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম গ্রেটঅন্ধ্র জানিয়েছে, নয়নিকা হায়দরাবাদের একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই হলেও, শোবিজ জগতের সঙ্গে তার কোনো যোগ নেই। একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, নয়নিকারের বাবা রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত।

কমন ফ্রেন্ডদের মাধ্যমে সিরিশ ও নয়নিকারের পরিচয়, আর গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এবার সেই প্রেম পরিণতির পথে হাঁটছে। যদিও এখনো পর্যন্ত নয়নিকারের কোনো ছবি প্রকাশ্যে আনেননি সিরিশ।

শিশুশিল্পী হিসেবে নব্বই দশকের শুরুতেই সিনেমায় পা রাখেন সিরিশ। তবে নায়ক হিসেবে অভিষেক হয় ২০১৩ সালের তামিল ছবি ‘গৌরবাম’ দিয়ে। এরপর তিনি তেলেগু ও মালায়ালাম ভাষার মোট ৯টি সিনেমায় অভিনয় করেছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বাডি’, যা মুক্তি পেয়েছিল গত বছর।