ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ১৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের বিমান হামলায় সাতজন নিহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:১০ পিএম

ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের বিমান হামলায় সাতজন নিহত

হামাসের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হওয়ার পরও ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজা উপত্যকায় বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে চলা এই হামলায় সাতজন নিহত হয়েছে। খবর দিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, “এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল। ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলা চালিয়েছে।”

রাতভর হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান বাসাল। অন্যদিকে, গাজা সিটির বাপ্টিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাহ পাড়ার একটি বাড়িতে হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এছাড়া, খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে ড্রোন হামলায় দুই শিশু নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।