ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২
Logo
logo

ঠিক কাজ করেছেন নকভি!”—এশিয়া কাপ ট্রফি নিয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইউসুফের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ০১:১০ পিএম

ঠিক কাজ করেছেন নকভি!”—এশিয়া কাপ ট্রফি নিয়ে ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইউসুফের

এশিয়া কাপের ফাইনালের পর থেকে থামছেই না বিতর্ক। এবার সেই আগুনে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটিং কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ। ভারতের হাতে ট্রফি না তুলে দিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভি “ঠিক কাজ করেছেন”— এমনটাই মন্তব্য করেছেন ইউসুফ।

ঘটনার সূত্রপাত ফাইনাল ম্যাচের পর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় দল— সূর্যকুমার যাদবদের নেতৃত্বে—নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। অন্যদিকে নকভিও নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং শেষ পর্যন্ত ট্রফিটি তুলে না দিয়ে নিজ হোটেলে নিয়ে যান।

এই ঘটনাকে ঘিরে এসিসি সভাপতির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পর্যন্ত তাকে বৈঠকে একপ্রকার চাপে ফেলে। কিন্তু এমন মুহূর্তে ইউসুফ প্রকাশ্যে নকভির পাশে দাঁড়িয়ে বলেন,

“চেয়ারম্যান স্যার যা করেছেন, একদম ঠিক করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এসিসির নিয়ম অনুযায়ী ট্রফি তুলে দেওয়ার অধিকার তারই ছিল।”

 ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা

ইউসুফ শুধু নকভির পক্ষেই কথা বলেননি, ভারতীয় দলের কড়া সমালোচনাও করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“ওরা (ভারত) ফাইনালের পর ট্রফি নিতে চায়নি। তাহলে এখন ট্রফি পাওয়ার এত তাড়া কেন? যদি নিতে চায়, নকভি স্যারের দপ্তরে গিয়ে নিয়ে আসুক।”

তিনি আরও যোগ করেন,

“সেই দিন মাঠে ওরা শুধু নাটক করছিল। ক্রিকেট কোনো সিনেমা নয়। মাঠের নায়ক হওয়া আর সিনেমার নায়ক হওয়া এক নয়। ওরা যদি পেশাদার খেলোয়াড় হয়, তবে তখনই ট্রফি নেওয়া উচিত ছিল।”

বিতর্কে নতুন আগুন

এই মন্তব্যের ফলে ভারত–পাকিস্তান নারী বিশ্বকাপ ম্যাচের আগেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের ক্রিকেটভক্তদের মধ্যে।
উল্লেখ্য, এশিয়া কাপ চলাকালীনও ইউসুফ সূর্যকুমার যাদবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই অবস্থান থেকে এখনো সরেননি তিনি।

ফলে, আসন্ন ভারত–পাকিস্তান ম্যাচের আগে ইউসুফের এই মন্তব্য নতুন করে ট্রফি বিতর্কে আরও আগুন ছড়িয়ে দিলো।