ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২
Logo
logo

ডেকলান রাইস-সাকার জোড়া ঝলকে ওয়েস্ট হ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল, ২০০ ম্যাচে গোল উৎসব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ডেকলান রাইস-সাকার জোড়া ঝলকে ওয়েস্ট হ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল, ২০০ ম্যাচে গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে সহজ জয় পেয়েছে আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডেকলান রাইস ও বুকায়ো সাকার গোলেই ২-০ ব্যবধানে জয় তুলে নেয় মিকেল আর্তেতার দল।

আর্সেনালের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামা ইংলিশ তারকা উইঙ্গার বুকায়ো সাকা মাইলফলকটা রাঙালেন দারুণ এক গোল করে। অন্যদিকে সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন রাইস।

নতুন কোচ নুনো এস্পিরিতো সান্তোর অধীনে এখনো জয়ের দেখা পায়নি ওয়েস্ট হ্যাম। নটিংহ্যাম ফরেস্ট থেকে বরখাস্ত হওয়ার পর এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করেছিলেন তিনি। এবার আর্সেনালের বিপক্ষে সেই ধারাও ভাঙল না, বরং হারের মুখ দেখল তার দল।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। অন্যদিকে মৌসুমের ৭ ম্যাচে ৫টি হারায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে নেমে গেছে ওয়েস্ট হ্যাম।

ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে আর্সেনাল আক্রমণে আধিপত্য বিস্তার করে। তারা নেয় ২১টি শট, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েস্ট হ্যামের চারটি শটের একটিও ছিল না টার্গেটে।

৩৮ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দেন ডেকলান রাইস। এবেরেচি এবের জোরালো শট সঠিকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক আলফনসে এরোয়েলা। বল পেয়ে ঠাণ্ডা মাথায় হাফ-ভলিতে গোলপোস্টের মাঝ বরাবর পাঠান রাইস।

প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধেও চাপ ধরে রাখে আর্তেতার শিষ্যরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে। মার্টিন জুবিমেনদির পাস থেকে বল নিয়ে বক্সে ঢোকেন জুরিয়েন টিমবার। তাকে অপ্রয়োজনীয়ভাবে ধাক্কা দেন মালিক ডায়োফি, সঙ্গে সঙ্গেই রেফারি পেনাল্টি দেন।

পেনাল্টি স্পট থেকে বুকায়ো সাকা নিখুঁত শটে বল পাঠান ডান নিচের কোণে। গোলকিপারকে ভুল পথে পাঠিয়ে নিজের ২০০তম ম্যাচে স্মরণীয় গোল উপহার দেন ইংলিশ তারকা।

শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল, যা তাদের জন্য এক প্রকার আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচ হিসেবেই কাজ করবে।