এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু আন্তর্জাতিক মহলের চোখে উঠেছে নিরাপত্তার গুরুতর চ্যালেঞ্জ। সম্প্রতি স্টেডিয়ামে ঢুকে পড়ে একটি পথকুকুর, যা দুই বিদেশি কোচসহ এক নিরাপত্তাকর্মীকেও কামড়ে আহত করেছে।
কুকুরটি স্টেডিয়ামে ঢুকে ৩০ মিনিট ধরে তাণ্ডব চালায়, অ্যাথলিট এবং কোচদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
জাপান দলের কোচ মেইকো ওকুমাৎসু এবং কেনিয়ার স্প্রিন্ট কোচ ডেনিস মারাগিয়া মাওয়ানজ়োকে তাড়া করে কুকুরটি। দু’জনকেই কামড়ে আহত করে কুকুরটি। এছাড়া স্টেডিয়ামের প্রবেশপথে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মীকেও কামড় দেয়।
এক কর্তা বলেছেন, “৩০ মিনিটের মধ্যে তিনজন আক্রান্ত হয়েছেন। দু’জন বিদেশি কোচ এবং একজন নিরাপত্তাকর্মী। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে, যাতে কুকুর বা অন্য কোনো প্রাণী প্রবেশ করতে না পারে।”
এই চ্যাম্পিয়নশিপ চলাকালীন স্টেডিয়ামে এখন পর্যন্ত পাঁচবার কুকুর ঢুকে পড়েছে। এর আগে স্থানীয় নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। তবে বিদেশি কারও আক্রান্ত হওয়ার ঘটনা এটি প্রথম, যা আন্তর্জাতিক মহলের সামনে ভারতের অস্বস্তি বাড়িয়েছে।
আগের ঘটনায় এটি গোপন রাখা হয়েছিল, কিন্তু এবার বিদেশি কোচদের আক্রান্ত হওয়ায় বিষয়টি প্রকাশ করা ছাড়া উপায় ছিল না।
স্টেডিয়ামের সাইয়ের চিকিৎসাকেন্দ্রে আগে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। তবে বিদেশি দলগুলিও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন যে, নিরাপত্তার আরও উন্নতি জরুরি।