ঢাকা, রবিবার, অক্টোবর ৫, ২০২৫ | ২০ আশ্বিন ১৪৩২
Logo
logo

বাংলাদেশ-আফগানিস্তান শেষ ম্যাচ আজ, টাইগাররা হোয়াইটওয়াশ করবে নাকি হার স্বপ্ন ভাঙবে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

বাংলাদেশ-আফগানিস্তান শেষ ম্যাচ আজ, টাইগাররা হোয়াইটওয়াশ করবে নাকি হার স্বপ্ন ভাঙবে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই টানা দুই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে সুবর্ণ সুযোগ, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার।

তবে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব কিনা তা নির্ভর করছে বাংলাদেশের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর। নিশ্চিত যে, আফগানিস্তান শেষ ম্যাচে আদাজল খেলে মাঠে নামবে। লাল-সবুজদের সম্মান রক্ষার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করতে কমপ্রোমাইজ করবে না।

শেষ ম্যাচটি রোববার (৫ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাদেশের লক্ষ্য, শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করা। প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জয় পায়নি টাইগাররা। দু’বারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল দল, কিন্তু শেষ পর্যন্ত জয় তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গত দুই বছর ধরে বাংলাদেশের বোলাররা চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছে। এশিয়া কাপেও তারা ধারাবাহিকভাবে সফল। তবে ব্যাটাররা ব্যর্থ হওয়ায় পূর্ণ সাফল্য মেলেনি। তৃতীয় ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নেওয়ার সুযোগ হবে টাইগারদের।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হেরেছে বাংলাদেশ।