এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
স্পেনের বার্সেলোনায় ফিলিস্তিন সংহতি মিছিল শেষ মুহূর্তে সহিংসতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন, এবং আটজনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার প্রায় ৭০ হাজার মানুষ এই বিশাল বিক্ষোভে অংশ নেন। শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও শেষের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পুলিশ জানায়, কিছু বিক্ষোভকারী ইসরায়েল-সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, অধিকাংশ বিক্ষোভকারী শান্তিপূর্ণ ছিলেন। তবে কিছু গোষ্ঠী দোকান ও রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সংঘর্ষের পর শহরের কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শনিবার শুধু বার্সেলোনাই নয়, স্পেনের অন্যান্য শহর, ইতালির রোম ও পর্তুগালের লিসবনেও ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়।
এই বিক্ষোভের সূত্রপাত ঘটে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের মানবিক সাহায্যবাহী জাহাজ বহরটি গাজা অবরোধ ভাঙতে যাত্রা করার পর ইসরায়েলি বাহিনীর তা আটক করার ঘটনায়।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস রাষ্ট্রীয় টেলিভিশন আরটিভিই-কে জানান, আটক হওয়া ৪৯ জন স্পেনীয় নাগরিকের মধ্যে ২১ জন রবিবার তেল আবিব থেকে দেশে ফিরবেন।
গত মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
এর পর থেকেই দেশটি ইসরায়েলের গাজা অভিযান নিয়ে তীব্র সমালোচনা করে আসছে। গত মাসে মাদ্রিদ সরকার ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিকমানের জ্বালানি সরবরাহ নিষিদ্ধ করে।