এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
রাশিয়ার সশস্ত্র বাহিনী এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী— এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও মেরিটাইম বোর্ডের চেয়ারম্যান নিকোলাই পাত্রুশেভ।
রুশ টেলিভিশন চ্যানেল রোসিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাত্রুশেভ বলেন, “শক্তির বিচারে রাশিয়ান সেনাবাহিনী এখন আমেরিকান সেনাবাহিনীকেও ছাড়িয়ে গেছে। পেশাদার সামরিক কর্মকর্তারা জানেন, আমরা এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে শক্তিশালী।”
তিনি আরও বলেন, “অনেকে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীই সবচেয়ে শক্তিশালী। কিন্তু তা ঠিক নয়। আমাদের সেনাবাহিনী আরও দৃঢ়, আরও আধুনিক, এবং যেকোনো পরিস্থিতিতে শক্ত প্রতিক্রিয়া দিতে পুরোপুরি সক্ষম।”
তবে পাত্রুশেভ সতর্ক করে দিয়ে বলেন, “সামরিক শক্তি যতই শক্তিশালী হোক, অভ্যন্তরীণ জনসমর্থন ছাড়া পশ্চিমা আগ্রাসন প্রতিহত করা কঠিন হবে। শুধুমাত্র সেনাবাহিনীর ওপর নির্ভর করে ইউরোপের আগ্রাসন ঠেকানো সম্ভব নয়— জনগণের ঐক্য ও সমর্থনই হবে আমাদের আসল শক্তি।”
পাত্রুশেভের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে রয়েছে। সামরিক শক্তি ও আন্তর্জাতিক প্রভাবের দিক থেকে দুই দেশের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা পেয়েছে।