ঢাকা, সোমবার, অক্টোবর ৬, ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২
Logo
logo

আজ থেকেই শুরু নোবেল পুরস্কারের মহাযাত্রা, প্রথমেই জানা যাবে চিকিৎসায় কার হাতে স্বর্ণপদক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

আজ থেকেই শুরু নোবেল পুরস্কারের মহাযাত্রা, প্রথমেই জানা যাবে চিকিৎসায় কার হাতে স্বর্ণপদক

বিশ্বজুড়ে জ্ঞানের উৎসবে আবারও বাজছে নোবেলের ঘণ্টা! আজ থেকেই শুরু হচ্ছে ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা।
সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করা হবে প্রথম নোবেলজয়ীর নাম—চিকিৎসা বিজ্ঞানে।

এবারের নোবেল পুরস্কারের নাম ঘোষণার ধাপ চলবে ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ‘নোবেল প্রাইজ’ অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে দর্শকরা লাইভ দেখতে পাবেন প্রতিটি বিভাগের ঘোষণার মুহূর্ত।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকেই নোবেল ঘোষণার সূচনা হয়।
প্রথম দিনে থাকে চিকিৎসা শাস্ত্র, এরপর ধারাবাহিকভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী—

 চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম

 বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ঘোষণা হবে পদার্থবিজ্ঞানে বিজয়ী

 একই সময়ে জানা যাবে রসায়নে নোবেলজয়ীদের নাম

 সাহিত্য শাখার বিজয়ী

 সবচেয়ে আলোচিত শান্তিতে নোবেল পুরস্কার ঘোষিত হবে

 অর্থনীতিতে নোবেলজয়ীর নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের নোবেল সপ্তাহ

নোবেল পুরস্কারের এই মহৎ আয়োজনের সূচনা করেছিলেন সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেল।
তার উইলে তিনি লিখেছিলেন, “আমার সম্পত্তি মানবকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করতে ব্যয় করা হোক।”

১৮৯৫ সালে আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন, তবে তার উইল নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান।
এরপর থেকে প্রতিবছর বিশ্বের সবচেয়ে কৃতী বিজ্ঞানী, সাহিত্যিক ও শান্তির দূতেরা এই সম্মান অর্জন করছেন, যা আজও বিশ্বজুড়ে সর্বোচ্চ মর্যাদার স্বীকৃতি হিসেবে বিবেচিত।