ঢাকা, সোমবার, অক্টোবর ৬, ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২
Logo
logo

এভারেস্টের ঢালে প্রাণঘাতী তুষারঝড়, এক হাজার মানুষ আটকা! চলছে মরিয়া উদ্ধার অভিযান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

এভারেস্টের ঢালে প্রাণঘাতী তুষারঝড়, এক হাজার মানুষ আটকা! চলছে মরিয়া উদ্ধার অভিযান

তিব্বতের দুর্গম পাহাড়ে ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে প্রায় ১,০০০ মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সেখানে এখন চলছে টানা উদ্ধার অভিযান।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত ওই এলাকায় প্রবল তুষারপাতের কারণে প্রবেশপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন শত শত গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে মোতায়েন করেছে আটকা পড়া মানুষদের উদ্ধার করতে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৩৫০ জনকে উদ্ধার করে কুদাং শহরে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে শুরু হওয়া তীব্র তুষারপাত দ্রুত ভয়াবহ রূপ নেয়, যা বিশেষভাবে জনপ্রিয় তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব দিকের ট্রেকিং রুটে আঘাত হানে।

সেখানে থাকা এক অভিযাত্রী, চেন গেশুয়াং, যিনি উদ্ধার হয়ে কুদাং শহরে পৌঁছেছেন, বলেন,
“এত ঠান্ডা আর আর্দ্র ছিল যে হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল খুবই বেশি। এই বছর আবহাওয়া একেবারেই অস্বাভাবিক। গাইড বলেছেন, অক্টোবর মাসে তিনি এমন পরিস্থিতি কখনও দেখেননি। সবকিছু ঘটেছে একেবারে হঠাৎ।”

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তিব্বতের ব্লু স্কাই রেসকিউ টিম একটি জরুরি কল পায় যেখানে জানানো হয়, ভারী তুষারপাতের কারণে অনেক ক্যাম্পের তাঁবু ভেঙে পড়েছে এবং বেশ কয়েকজন পর্বতারোহী ইতোমধ্যেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার থেকে এভারেস্ট সিনিক এরিয়ায় টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ করে দিয়েছে।

এদিকে, এই অঞ্চলের চরম আবহাওয়ার প্রভাব শুধু তিব্বতে নয়, আশপাশের দেশগুলোতেও পড়ছে। প্রতিবেশী নেপালে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত দুই দিনে সেতু ভেসে গেছে এবং কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।

চীনের অন্যদিকে, টাইফুন মাতমো স্থলভাগে আঘাত হানায় প্রায় ১.৫ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।

উল্লেখ্য, মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৮,৮৪৯ মিটারেরও বেশি। প্রতি বছর শত শত মানুষ শৃঙ্গে ওঠার চেষ্টা করে, তবে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতারোহণের মধ্যে একটি হিসেবে বিবেচিত।

সাম্প্রতিক বছরগুলোতে এই পর্বত অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি এবং প্রাণঘাতী দুর্ঘটনার কারণে নানা উদ্বেগের মুখে পড়েছে। এবারের তুষারঝড় সেই বিপদকে আরও স্পষ্ট করে তুলল।