ঢাকা, সোমবার, অক্টোবর ৬, ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২
Logo
logo

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, বেন-গাভিরের মন্ত্রিসভা ত্যাগের হুমকি, গাজায় উত্তেজনা বৃদ্ধি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

ইসরায়েলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, বেন-গাভিরের মন্ত্রিসভা ত্যাগের হুমকি, গাজায় উত্তেজনা বৃদ্ধি

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
কিছু সূত্র জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে মানুষ অতিরিক্ত বিস্ফোরণের শব্দ শুনেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেহরানে হামাসের প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি সীমিত পর্যায়ের। হামাসের শর্ত হলো গাজা থেকে বিদেশী বাহিনী প্রত্যাহার করা, মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া এবং গাজার পুনর্গঠনকে এজেন্ডায় রাখা।

বেন-গাভিরের মন্ত্রিসভা ত্যাগের হুমকি

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির শনিবার হুমকি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়নের পরেও হামাস যদি টিকে থাকে, তাহলে তিনি মন্ত্রিসভা ত্যাগ করবেন।

ইসরায়েলি চ্যানেল উদ্ধৃত করে জানিয়েছে, “আমরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্পষ্টভাবে জানিয়েছি, সমস্ত বন্দী মুক্তির পরও যদি হামাস টিকে থাকে, আমরা মন্ত্রিসভায় থাকব না।”

কাতারে খলিল আল-হাইয়া’র প্রথম জনসমক্ষে বক্তব্য

ইসরায়েলি বিমান হামলার পর হামাসের আলোচক প্রধান খলিল আল-হাইয়া প্রথমবার গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি গাজার হাজার শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন,
“আমরা বেদনা, সম্মান ও মর্যাদার ছায়ায় বাস করছি। আমাদের সন্তান ও আত্মীয় শহীদ হয়েছেন, যা আমাদের সম্মানিত করেছে।”

সিরিয়ায় ইসরায়েলের নতুন আগ্রাসন

ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার কুনেইত্রা প্রদেশে প্রবেশ করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, চারটি সাঁজোয়া যানসহ ইসরায়েলি টহল দল সুয়িসাহ গ্রামে প্রবেশ করেছে।

বাশার আল-আসাদের সরকারের পতনের পর ইসরায়েলি সেনারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দামেস্ক ও তার উপকণ্ঠে বোমা হামলা চালিয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের বিক্ষোভ

গাজার যুদ্ধ অব্যাহত রাখার নেতানিয়াহুর বক্তব্যের পর হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুকে হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান।

নেতানিয়াহু জানিয়েছেন, দেশে ও বিদেশ থেকে চাপ থাকলেও লক্ষ্য পূর্ণ না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালানো হবে, যা বিক্ষোভের উত্তেজনা আরও বাড়িয়েছে।