এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
মেক্সিকোর এই তরুণ ফুটবলারের নাম গিলবার্তো মোরা। মাত্র ১৬ বছর বয়সী এই বালক লেফট উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে অ্যাটাকিং মিডফিল্ড, রাইট উইং বা ফরোয়ার্ড পজিশনেও সমান দক্ষ।
চলতি অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সব চোখ কাড়লেন মোরা। এর আগেই ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে ভেড়ানোর জন্য লড়াই শুরু করেছিল। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স – এই তালিকায় ছিল তার নাম।
বিভিন্ন পজিশনে খেলতে পারদর্শী মোরার দিকে নজর রেখেছে রিয়াল মাদ্রিদও। এবার তার প্রতি আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দিপোর্তিভো জানিয়েছে, মেক্সিকোর তিজুয়ানা ক্লাবের খেলোয়াড় মোরা কাতালান ক্লাবটিও দলে নিতে চায়।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেক্সিকোর হয়ে মোরা এখন পর্যন্ত দুই ম্যাচে তিন গোল ও একটি অ্যাসিস্ট করেছেন। রোববার (৫ অক্টোবর) মরক্কোর বিপক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোল আসে তার পা থেকে। এর আগে স্পেন অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ২-০ গোলের জেতার ম্যাচে দু’টি গোল করেছেন মোরা। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর একমাত্র গোলেও তার সহযোগিতা ছিল।
জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পাশাপাশি ক্লাব ফুটবলে ৪০টির বেশি ম্যাচ খেলেছেন মোরা। লিগা এমএক্সে তিজুয়ানার সিনিয়র দলের জার্সিতে ৮ গোল ও চারটি অ্যাসিস্ট রেকর্ডে আছে তার।
অবশ্য, ১৬ বছর বয়সে মোরাকে দলে ভেড়ানোর চেষ্টা বার্সেলোনা গত বছর থেকেই শুরু করেছিল। স্প্যানিশ ক্লাবটি তাকে লা মাসিয়ায় প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়।
ডানপায়ের খেলোয়াড় হলেও, মোরা স্বাচ্ছন্দ্যে দুই পা ব্যবহার করতে পারেন। মাঠে তার দূরদর্শী চিন্তাভাবনা ও খেলাধৈর্য তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।