এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে থাকলেও দেশের ক্রিকেট বিষয়ক খবরের সঙ্গে তিনি আপডেট রয়েছেন। সম্প্রতি তিনি তাঁর বোন আলিমা খানুমকে মেসেজ পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট নিয়ন্ত্রণকারী পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
ইমরান খানের বক্তব্য, "মহসিন নকভি পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছেন ঠিক তেমনভাবে, যেভাবে সেনাপ্রধান আসিম মুনির পাকিস্তানকে নষ্ট করছেন।"
তবে মহসিন নকভিকে নিয়ে বিতর্কের মধ্যেও পাকিস্তানে তিনি বীরের সম্মান পাচ্ছেন। সম্প্রতি তাঁকে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ দেওয়া হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, এটি নৈতিক ও সাহসী পদক্ষেপের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল এই সম্মানের ঘোষণা দিয়েছেন।
এর আগে মহসিন নকভি ভারত বিরোধী পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, যা ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পাকিস্তানের অভ্যন্তরীণ মহল অবশ্য মনে করছে, দেশকে গর্বিত করেছেন নকভি। করাচিতে একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বর্ণপদক প্রদান করা হবে, এবং এই আয়োজনের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তবে নকভি ভারতকে ট্রফি না দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ধিক্কার ও চোর অপবাদ দেওয়া হয়েছে। সেই মহসিন নকভিকেই দেশে স্বর্ণপদক দিয়ে সম্মানিত করা হচ্ছে, যা পাকিস্তানের ক্রিকেট ও রাজনৈতিক মহলে বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।