ঢাকা, সোমবার, অক্টোবর ৬, ২০২৫ | ২১ আশ্বিন ১৪৩২
Logo
logo

ম্যানসিটির কষ্টের জয় ব্রেন্টফোর্ডের মাঠে, হালান্ডের গোল ও গার্দিওলার রেকর্ড স্পর্শ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

ম্যানসিটির কষ্টের জয় ব্রেন্টফোর্ডের মাঠে, হালান্ডের গোল ও গার্দিওলার রেকর্ড স্পর্শ

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছাড়লো। জিটেক স্টেডিয়ামে প্রথমার্ধে দাপুটে ফুটবল খেললেও, দ্বিতীয়ার্ধে গার্দিওলার শিষ্যরা কিছুটা ছন্নছাড়া হয়ে যায়। তবুও জয় নিয়ে ঘরে ফেরেন তারা।

এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগে কোচ হিসেবে পেপ গার্দিওলার ২৫০তম জয় পূর্ণ হলো। মাত্র ৩৪৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন স্প্যানিশ এই কোচ। এর আগে এত কম ম্যাচে আড়াইশ জয় আর কেউ পাননি।

এর আগে এই রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনের। তিনি ৪০৪ ম্যাচে ২৫০ জয় করেছিলেন। গার্দিওলা এখন প্রিমিয়ার লিগে আড়াইশ জয় পাওয়া ১৬তম কোচ হিসেবে নাম লেখালেন।

ম্যাচের ৯ মিনিটে গোলের সুযোগ তৈরি করে সিটি। মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন ইয়োশকো ভার্দিওল, প্রতিপক্ষের বাধা এড়িয়ে হালান্ড বাম পায়ের শটে বল জালে পাঠান।

এই গোল ছিল চলতি লিগে হালান্ডের নবম। এ দিয়ে তিনি লিগে টানা পাঁচ ম্যাচে এবং সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচে গোল করার কীর্তি রেকর্ড করলেন।

প্রিমিয়ার লিগে ২৩টি মাঠে খেলে ২২টিতেই গোল করেছেন হালান্ড। শুধুমাত্র লিভারপুলের এনফিল্ড মাঠে এখনও গোল হয়নি তার। ৯৬ শতাংশ সাফল্যের হার নিয়ে তিনি লিগের যে কোনো ফুটবলারের তুলনায় এগিয়ে আছেন।

এরপর আর কোন গোল করতে পারেনি ম্যান সিটি। স্বাগতিক ব্রেন্টফোর্ডও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তাই ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই অতিথিরা মাঠ ছাড়ে।