ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২
Logo
logo

সঙ্গীত থেকে ক্রিকেট বোর্ডে বড় পদে আসিফ আকবর! শুরু নতুন অধ্যায় বাংলাদেশের ক্রিকেটে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

সঙ্গীত থেকে ক্রিকেট বোর্ডে বড় পদে আসিফ আকবর! শুরু নতুন অধ্যায় বাংলাদেশের ক্রিকেটে

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এবার আনুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের পরিচালক! দীর্ঘদিনের গায়ক আসিফ এবার নতুন ভূমিকায় পা রাখলেন— বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনে।

সবকিছু শুরু হয়েছিল বিসিবি নির্বাচনের আগেই। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হন আসিফ আকবর। এরপর পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়ে ক্রিকেটপ্রেমীদের বেশ চমকে দেন এই সংগীত তারকা।

প্রথমে চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দেন আসিফ। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনের আগেই সরে দাঁড়ালে, তার পথ আরও সহজ হয়ে যায়। নির্বাচনের ফল ঘোষণার আগেই আসিফ জানতেন— তিনি হতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক।

অবশেষে সোমবার (৬ অক্টোবর) বিকেলে সব আনুষ্ঠানিকতা শেষ হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আনুষ্ঠানিকভাবে আসিফ আকবরের নাম ঘোষণা করেন নতুন পরিচালক হিসেবে।

বোর্ড সভায় যোগ দিচ্ছেন মঙ্গলবার

নতুন দায়িত্ব হাতে পেয়ে মঙ্গলবারই (৭ অক্টোবর) বোর্ড সভায় যোগ দেবেন আসিফ আকবর। দুপুর ১২টায় মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা। সেখানে ২৫ জন পরিচালক একসঙ্গে বসবেন, আর বোর্ডের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া হবে।

আসিফের এই নতুন যাত্রা নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। অনেক ভক্ত অভিনন্দন জানাচ্ছেন তাকে, আবার কেউ কেউ কৌতূহলী— সঙ্গীতের মঞ্চে ঝড় তোলা আসিফ এবার ক্রিকেট বোর্ডে কী করেন!

নতুন নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট

এদিকে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতির পদে জয়ী হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
নতুন পরিচালনা পর্ষদের এই পরিবর্তনকে অনেকেই দেখছেন বাংলাদেশ ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হিসেবে।

আসিফ আকবর নিজেও আগেই জানিয়েছিলেন, “ক্রিকেট আমার অনেক কাছের খেলা। এবার ভক্ত হিসেবে নয়, দায়িত্ব নিয়েই কাজ করব।”

সঙ্গীতের পর এবার ক্রিকেট বোর্ডে তার নতুন ইনিংস কেমন হয়— সেটিই এখন দেখার বিষয়।