ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২
Logo
logo

৭৪ হাজার কোটি টাকার প্রস্তাবেও বিক্রি হলো না টটেনহ্যাম হটস্পার, মালিকদের অচলাবস্থা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

৭৪ হাজার কোটি টাকার প্রস্তাবেও বিক্রি হলো না টটেনহ্যাম হটস্পার, মালিকদের অচলাবস্থা

ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব টটেনহ্যাম হটস্পার বিক্রি হওয়ার পথে ছিল। কয়েকটি কনসোর্টিয়াম ক্লাবটি কিনতে আগ্রহী হলেও টাকার অঙ্ক নিয়ে সম্মতি না হওয়ায় কোনো চুক্তিই শেষ পর্যন্ত হয়নি।

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রুকলিন এরিক নেতৃত্বাধীন কনসোর্টিয়াম প্রস্তাব দিয়েছিল প্রায় ৪.৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ৭৪ হাজার কোটি টাকা)। কিন্তু ২৬ সেপ্টেম্বর ক্লাবের মালিকপক্ষ ইএনআইসি, যা লুইস ফ্যামিলি ট্রাস্ট পরিচালনা করে, স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সোমবার লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রকাশিত ঘোষণায় নিশ্চিত করা হয় যে, এরিকের কনসোর্টিয়াম এখন আর টটেনহ্যামের মালিকানা নিতে আগ্রহী নয়। লুইস ফ্যামিলি ট্রাস্ট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনরায় দিয়েছে।

একই সঙ্গে এশিয়া-ভিত্তিক কনসোর্টিয়াম ফায়ারহক হোল্ডিংস লিমিটেডও ক্লাবের প্রতি আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “টটেনহ্যাম হটস্পার লিমিটেডের বোর্ড লক্ষ্য করেছে যে ফায়ারহক ও এরিকের কনসোর্টিয়াম ক্লাবের জন্য প্রস্তাব দিচ্ছে না। বোর্ড তাদের গঠনমূলক আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং লুইস পরিবারের অবস্থান—‘ক্লাব বিক্রি নয়’—সম্মান করছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “দুই কনসোর্টিয়ামের ঘোষণার পর ক্লাবটি আর ‘সিটি কোড অন টেকওভারস অ্যান্ড মার্জার্স’-এর অধীনে প্রস্তাবকালীন অবস্থায় নেই।”

এর আগে সেপ্টেম্বরে দুটি আগ্রহপত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। একটি ছিল ড. রজার কেনেডি এবং উইং-ফাই এনজি নেতৃত্বাধীন ফায়ারহক হোল্ডিংসের, আরেকটি ছিল অ্যামান্ডা স্টেভেলির পিসিপি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স।

শেষ পর্যন্ত এরিকের কনসোর্টিয়াম একমাত্র প্রকাশ্য আগ্রহী পক্ষ হলেও তারা সরে দাঁড়ায়।

বর্তমানে ইএনআইসি প্রায় ৮৭% মালিকানা ধরে রেখেছে। বাকি শেয়ারগুলো প্রকাশ্যে লেনদেনযোগ্য হওয়ায় ক্লাবটি যুক্তরাজ্যের টেকওভার কোডের আওতায় পড়ে। অর্থাৎ, যে কোনো প্রস্তাব বা আগ্রহ প্রকাশ করতে হয়।

গত ৪ সেপ্টেম্বর ড্যানিয়েল লেভি ২৪ বছর পর ক্লাবের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর বিক্রির গুজব উঠলেও লুইস পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, “ক্লাব বিক্রির কোনো পরিকল্পনা নেই। মাঠে সফলতা আনার জন্য যা করা দরকার, আমরা তা করব।”