ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫ | ২২ আশ্বিন ১৪৩২
Logo
logo

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য শিল্পী সমিতিতে মিলিত দোয়া মাহফিল, সহকর্মীরা প্রকাশ করলেন গভীর উদ্বেগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য শিল্পী সমিতিতে মিলিত দোয়া মাহফিল, সহকর্মীরা প্রকাশ করলেন গভীর উদ্বেগ

অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ হতেই চলচ্চিত্র জগতের শিল্পীদের মধ্যে দুঃখের ছায়া নেমে আসে। তার দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজন করা এই মাহফিলে উপস্থিত হন প্রবীণ ও নবীন শিল্পীরা। সকলে একসঙ্গে হাত তুলে প্রার্থনা করেন যেন ইলিয়াস কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী হিসেবে তার অবদান অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত।”

প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনা থেকে প্রথমবার এই খবর পান মিশা সওদাগর। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ করেননি, তবে ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করছিলেন। পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে অবস্থা জানালে শিল্পী সমিতি সম্মিলিত দোয়ার উদ্যোগ নেয়।

দোয়া মাহফিলে উপস্থিত অন্যান্য শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। আগস্ট মাসে ব্রেন টিউমারের কারণে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।