এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:১০ পিএম
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে করেই হোক, দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন করতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে—সব অবৈধ অভিবাসীকে দেশে থেকে তাড়িয়ে দিলে দেশের অর্থনীতি লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে?
প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই অবৈধ অভিবাসীদের ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও আইস-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার, বন্দি রাখা এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া, সীমান্তে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা কড়াকড়ি এবং অবৈধভাবে দ্বিতীয়বার প্রবেশের ক্ষেত্রে ১০ বছরের কারাদণ্ড। এছাড়া অ্যাসাইলাম প্রার্থীদের প্রবেশ ও প্রক্রিয়াও সীমিত করা হয়েছে।
যদিও আইসের কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক আছে, ট্রাম্প তা সম্প্রসারণ করছেন।
ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের কার্সে স্কুল অব পাবলিক পলিসি-এর এক গবেষণায় দেখা গেছে, আগামী দশকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ২.৬ শতাংশ কমতে পারে।
অবৈধ অভিবাসী বিতাড়নের ফলে নির্মাণ, হোটেল, কৃষি, রেস্তোরাঁ, উৎপাদন ও পরিবহন খাতে শ্রমিক সংকট দেখা দেবে। ফলে খরচ বাড়বে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হবে।
ফেডারেল, স্টেট ও স্থানীয় কর রাজস্বও হ্রাস পাবে, কারণ অভিবাসীরা সাধারণত সরকারের সুবিধা নেয়ার তুলনায় বেশি কর প্রদান করেন।
বিপুলসংখ্যক অবৈধ শ্রমিক বের করলে দেশজ শ্রমিকদের চাকরি কমতে পারে এবং মজুরি হ্রাস পেতে পারে, শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
সামাজিক প্রভাব:
অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ইউনিডোস ইউএস জানিয়েছে, পরিবারের অন্তত একজন অবৈধ সদস্যকে বিতাড়ন করলে পরিবারের আয় প্রায় ৫৯ শতাংশ কমে যেতে পারে।
এতে শিশু ও পরিবারের আর্থিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, বাড়িঘর হারানো বৃদ্ধি পাবে, আবাসন বাজারে নেতিবাচক প্রভাব পড়বে এবং গৃহহীন ব্যক্তির সংখ্যা বাড়বে।
পরিবার ও সম্প্রদায়ের ভাঙন বৃহত্তর সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে।
সরকারি ব্যয়ের প্রভাব:
গণবিতাড়নের কারণে আইনি কর্মকাণ্ড ও বহিষ্কার প্রক্রিয়ায় ব্যয় বাড়বে।
ডিএইচএস ও আইসের ব্যয়বৃদ্ধির ফলে আগামী ১০ বছরে ফেডারেল সরকার প্রায় ৯০০ বিলিয়ন ডলার রাজস্ব হারাতে পারে, যা আর্থিক ঘাটতি আরও বাড়াবে।
সুতরাং অবৈধ অভিবাসী বিতাড়ন শুধু মানবিক সমস্যা নয়, অর্থনীতি ও সমাজের উপরও বৃহৎ প্রভাব ফেলতে পারে।