এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:১০ পিএম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, তাতে বহু পশ্চিমা দেশের তৈরি যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে। এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ ওই দেশগুলো ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
জেলেনস্কি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, গত দুই রাতে রাশিয়ার হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে হাজারো পশ্চিমা কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে। তিনি বলেন, এসব উপাদান এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের কোম্পানিগুলো থেকে।
ইউক্রেন এই তথ্য আন্তর্জাতিক অংশীদারদের কাছে পাঠিয়ে, রাশিয়ার সহায়তাকারী সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়।
কতটা উপাদান ব্যবহার হয়েছে?
রাশিয়ার ড্রোনে ব্যবহার হয়েছে প্রায় ১ লাখ ৬৮৮টি বিদেশি যন্ত্রাংশ। ইসকান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় ১,৫০০টি। কিনঝাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি। কালিব্র ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশি উপাদান পাওয়া গেছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে। তখন থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রে যারা অবদান রাখছে, তাদের সবাইকে দায় নিতে হবে। ইউক্রেন এই সংস্থাগুলোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।