ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

গাজা যেতে যাওয়া জাহাজে আটক, শহিদুল আলম বলছেন—ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

গাজা যেতে যাওয়া জাহাজে আটক, শহিদুল আলম বলছেন—ইসরায়েলি বাহিনী আমাকে অপহরণ করেছে!

বিখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, গাজা অভিমুখী কনশেনস (Conscience) নামের জাহাজটিকে মাঝসমুদ্রে আটকে দিয়ে তাঁকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। এ কথা নিজেই তিনি একটি ভিডিওবার্তায় জানিয়েছেন।

শহিদুল আলম ফেসবুকে পোস্ট করা ওই ভিডিওবার্তায় বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক। যদি আপনরা এই ভিডিও দেখেন—আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।” তিনি আরও বলেন, “এরা সেই দেশগুলোর বাহিনী, যারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যার মতো কার্যক্রম চালাচ্ছে।”

ভিডিওবার্তায় শহিদুল আলম তার সহযোগী ও বন্ধু-সহযোদ্ধাদের উদ্দেশে বলেন, ফিলিস্তিনের স্বাতন্ত্র্য ও অধিকার রক্ষার লড়াইকে এগিয়ে নিতে তিনি সবাইকে আহ্বান জানাচ্ছেন। তিনি একই সঙ্গে নিজেকে ও জাহাজে থাকা অন্যদের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

এই বার্তাটি বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় (প্রায় ১০:১৫) তিনি প্রকাশ করেন। ঘটনার তাৎপর্য ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো দৃশ্যমান বিবরণ মেলেনি—শহিদুল আলমের ওই ভিডিও ও তাঁর দাবিই আপাতত প্রকাশ্য সূত্র।

এই ঘটনায় আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে যে প্রতিক্রিয়া দেখাবে, তা এখনই জানা যায়নি। তদন্ত, সরকারি পদক্ষেপ বা কন্স্যুলার সহযোগিতার বিষয়ে পরবর্তীতে তথ্য মিললে সেটাও আরো প্রকাশ করা হবে।