ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

প্রথম নারী হিসেবে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন রুবাবা দৌলা, দেশের ক্রিকেটে ইতিহাস গড়বেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

প্রথম নারী হিসেবে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন রুবাবা দৌলা, দেশের ক্রিকেটে ইতিহাস গড়বেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে এবার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের মনোনয়ন বাতিল হয়ে গেছে। কারণ, তার বিরুদ্ধে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার স্থলে নতুন পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন রুবাবা দৌলা।

রুবাবা দৌলার পরিচয়:
রুবাবা দেশের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

খেলাধুলায় দীর্ঘসূত্রিতার অবদান:
রুবাবা দৌলা শুধু ব্যবসায় নয়, খেলাধুলাতেও দীর্ঘদিন সক্রিয়। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিসিবিতে নারী পরিচালক নিয়ে প্রথম পদক্ষেপ:
বিসিবির ইতিহাসে এর আগে কখনো পরিচালনা পর্ষদে নারী পরিচালক ছিলেন না। তাই রুবাবা দৌলার নাম ঘোষণা দেশের ক্রিকেটে নতুন অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী পরিচালক আনার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, “ক্রিকেটে প্রতিবছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে প্লেয়িং কন্ডিশনের বিধিও বদলে গেছে। কিন্তু আমাদের গঠনতন্ত্র একই রয়ে গেছে। আমাদের বোর্ড পুরুষ নিয়ন্ত্রিত। এখানে নারীদের আনা প্রয়োজন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন।”

রুবাবা দৌলার এই পদক্ষেপ দেশের ক্রিকেটে লিঙ্গবৈষম্য দূর করার পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।