ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

কানাডা থেকে ফিরে জাতীয় দলে শমিত সোম, হংকংয়ের বিপক্ষে জয়ের শঙ্কা ও আশা দুই পাশে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:১০ পিএম

কানাডা থেকে ফিরে জাতীয় দলে শমিত সোম, হংকংয়ের বিপক্ষে জয়ের শঙ্কা ও আশা দুই পাশে

নির্ধারিত সময়মতো কানাডা থেকে দেশে ফেরেন জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম। দলের ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি টিম হোটেলে জানিয়েছেন, হংকং ও চায়নার বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার লক্ষ্য তার।

বাংলাদেশ আগামী বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে। সেই প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কানাডিয়ান লিগে খেলা শমিত।

হংকংয়ের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী এই প্রবাসী ফুটবলার। যদিও এখন পর্যন্ত বাছাইপর্বে বাংলাদেশ কোনো জয় অর্জন করতে পারেনি।

শমিত বলেন, “আমি আশাবাদী আমরা ভালো খেলতে পারব। প্রতিপক্ষ শক্তিশালী, কিন্তু দুই ম্যাচে জয় পাওয়া সম্ভব। দেখা যাক কী হয়।” নিজের প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, “প্রস্তুতি দারুণ হয়েছে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে দেখা হবে। ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই, পুরোপুরি ফিট আছি।”