ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

১০ ওভার ম্যাচে মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি, বললেন সভাপতি বুলবুল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

১০ ওভার ম্যাচে মাদ্রাসা ক্রিকেট চালু করতে যাচ্ছে বিসিবি, বললেন সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নতুন কমিটি প্রথম দিনের সভাতেই বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর দুপুরে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে ২৩টি কমিটির প্রধান বাছাই করা হয়।

সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকে যদি কিছু প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, তা আমাদের জন্য বড় সম্পদ হবে।”

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে সম্পর্কেও ধারনা দেন বুলবুল। তিনি বলেন, “এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা পরিকল্পনা করেছি এবং তা বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে আয়োজন হবে।”

জানা গেছে, মাদ্রাসা ক্রিকেটের জন্য ১০ ওভারের ছোট ফরম্যাটের ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে। মূলত আসরের সময়সূচি মাগরিবের পর রাখার লক্ষ্য রয়েছে, যাতে ছাত্ররা পড়াশোনা ও নামাজের সঙ্গে খেলাধুলাও করতে পারে।

এ উদ্যোগের মাধ্যমে বিসিবি দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে চায় এবং নতুন প্রতিভা আবিষ্কারের সুযোগ তৈরি করবে।