ঢাকা, বুধবার, অক্টোবর ৮, ২০২৫ | ২৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা নারী দলের তাণ্ডব, বায়ার্নকে ৭-১ গোলে রীতিমতো উড়িয়ে দিলো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:১০ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা নারী দলের তাণ্ডব, বায়ার্নকে ৭-১ গোলে রীতিমতো উড়িয়ে দিলো

২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা নারী দল দারুণভাবে নিজেদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে তারা রীতিমতো বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিয়েছে।

বার্সা একে একে বাভারিয়ানদের জালে সাতবার বল পাঠিয়ে ‘সেভেন আপ’ পূর্ণ করল। ৭-১ গোলে জয়ী হওয়ার ম্যাচে জোড়া গোল করেছেন এভা পায়োর এবং ক্লাউদিয়া পিনা। এছাড়া আলেক্সিয়া পুতেলাস, সালমা পারালুয়েলা ও এসমে ব্রাগটসও একবার করে গোল করেছেন।

ম্যাচের চার মিনিটে প্রথম গোল পেয়ে যায় তিনবারের চ্যাম্পিয়ন বার্সা। বায়ার্নের জালের বাঁ দিকের কোণায় দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলেক্সিয়া পুতেলাস। মাত্র সাত মিনিট পরই ব্যবধান ২-০ হয় এভা পায়োরের নিখুঁত শটে।

রক্ষণ সামলাতে হিমশিম খাওয়া বায়ার্ন কিছুটা সময় ধরে গুছিয়ে ওঠার চেষ্টা করলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। ২৭ মিনিটে ডাচ ফরোয়ার্ড এসমে ব্রাগটস স্কোরলাইন ৩-০ করেন।

পাঁচ মিনিট পর ক্লারা বুহল বায়ার্নের জন্য একটি গোল করেন, ব্যবধান কমলেও বিরতির আগে সালমা পারালুয়েলো আবারও বার্সার লিড বাড়ান।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে পেছনে পড়ে না বার্সা। একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে রাখে আইতানা বোনমাতির দল। ৫৬ মিনিটে পায়োরের দ্বিতীয় গোলের পর বদলি হিসেবে নামা ক্লাউদিয়া পিনা মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন এবং ব্যবধান ৭-১ করেন।

বার্সেলোনা নারী দল নিজেদের তাণ্ডবপূর্ণ খেলার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে যে কোনো প্রতিপক্ষকে সতর্ক করল।