ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫ | ২৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

৭ দিনে ৬০০ কোটির ক্লাব ছুঁল ‘কানতারা টু’—ঋষভ শেঠির সিনেমা ভাঙছে সব রেকর্ড!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৫, ০২:১০ পিএম

৭ দিনে ৬০০ কোটির ক্লাব ছুঁল ‘কানতারা টু’—ঋষভ শেঠির সিনেমা ভাঙছে সব রেকর্ড!

কন্নড় ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘কানতারা’ ২০২২ সালে মুক্তির পর ভারতীয় সিনেমায় নতুন দিগন্ত খুলেছিল। মাত্র ১৬ কোটি রুপির বাজেটের সেই সিনেমা বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটিরও বেশি। এবার সেই জাদু যেন ফিরে এসেছে—‘কানতারা টু’ বা ‘কানতারা: লিজেন্ড – চ্যাপ্টার ওয়ান’ নামের প্রিকুয়েলটি বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে।

ঋষভ শেঠি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় গত ২ অক্টোবর। শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি। মুক্তির মাত্র ৭ দিনেই বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ৬০৯ কোটি ৯১ লাখ টাকা (৪৪৪.৭৫ কোটি রুপি)—যা কন্নড় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক।

ভারতে ও বিদেশে ঝড় তুলেছে ‘কানতারা টু’

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সপ্তাহে শুধুমাত্র ভারতে সিনেমাটি আয় করেছে ৩৭৮.২৫ কোটি রুপি (গ্রস), আর বিদেশে ৬৬.৫ কোটি রুপি।

‘বলি মুভি রিভিউজ’-এর তথ্যমতে, দিনভিত্তিক আয় ছিল এমন—

প্রথম দিন: ৮৭.৯ কোটি রুপি

দ্বিতীয় দিন: ৬১ কোটি রুপি

তৃতীয় দিন: ৮১ কোটি রুপি

চতুর্থ দিন: ৯০ কোটি রুপি

পঞ্চম দিন: ৪০ কোটি রুপি

ষষ্ঠ দিন: ৪৫ কোটি রুপি

সপ্তম দিন: ৩০ কোটি রুপি

এভাবে মোট আয় দাঁড়িয়েছে ৪৩৪.৯ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯৬ কোটি টাকা)।

মুক্তির আগেই বিপুল অঙ্কের চুক্তি

‘কানতারা টু’ মুক্তির আগেই বিশাল অঙ্কের অর্থ আয় করেছিল। সূত্র জানায়, অ্যামাজন প্রাইম সিনেমাটির পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস কিনেছে ১২৫ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭২ কোটি ৫৬ লাখ টাকা)। কন্নড় ইন্ডাস্ট্রিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ চুক্তি—‘কেজিএফ টু’-এর পরেই।

কাহিনি ও নির্মাণ

‘কানতারা’ শব্দের অর্থ—গহিন জঙ্গল। সিনেমাটির গল্প গড়ে উঠেছে স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে। প্রথম সিনেমার মতো এবারও ঋষভ শেঠি নিজেই পরিচালনা, চিত্রনাট্য এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

‘কানতারা’ প্রথমে নির্মিত হয় কন্নড় ভাষায়, পরে আরও ছয়টি ভাষায় ডাব করা হয়। প্রথম সিনেমার বাজেট ছিল প্রায় ৩৫ কোটি রুপি, আর প্রিকুয়েলটির নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২৫ কোটি রুপি।

অভিনয়শিল্পী ও প্রতিক্রিয়া

‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’-এ ঋষভ শেঠির সঙ্গে অভিনয় করেছেন জয়রাম, রাকেশ পূজারি, রুক্মিণী, গুলশান প্রমুখ। সিনেমাটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে সর্বাধিক আয়ের তালিকায় দ্রুত উপরে উঠছে, যা প্রমাণ করছে—ঋষভ শেঠির গল্প বলার জাদু এখনো অমলিন।